Friday , June 9 2023

BCS preparation 2022 : Vocabulary | বিসিএস প্রস্তুতি | Join Now

BCS preparation 2022

 

অনেকে বলেন ভাইয়া এত vocabulary পড়ি কিন্তু মনে থাকে না। কি যে করি?
আমি বলি সবই তো করলেন, আবার বলছেন কি যে করি? আসলে সুষ্ঠ পরিকল্পনার অভাব রয়েছে। তার আগে বলে নিই- ইংরেজি বলেন আর আরবি বলেন আপনি অনেক রুলস জানেন কিন্তু শব্দার্থ জানা না থাকলে কোন লাভ হবে না৷ আর যার যত শব্দভাণ্ডার বেশি সে তত ভাল৷ ইংরেজি ভোকাবুলারির গুরুত্ব প্রিলি রিটেন ভাইভাতে খুবই গুরুত্বপূর্ণ। রিটেনের ইংরেজি প্যাসেজটি একটু কঠিন। আপনি ইংরেজির শব্দভান্ডারে দুর্বল হলে মারাত্মক অবস্থা হতে পারে। ইংরেজিতে ভাইভা হলে কিছু বুঝবেন না শব্দভাণ্ডার ভাল না থাকলে। কিছু জানলে কিছু জানাতে পারবেন তাই চলুন কিছু টিপস জেনে নিই।
কিছু টেকনিক:

BCS preparation 2022

(Update Job)

 

১) প্রতিদিনের টার্গেট নিবেন ১০ টি নতুন word. এজন্য কাগজে বা কার্ডে লিখে সাথে রাখতে পারেন।
2) ধরুন সকালে খুবজোড় ২০ মিনিট লাগবে প্রথমবার মুখস্ত করতে।
৩)এরপর বিকালে একবার চোখ বুলাবেন।
৪) রাতে ঘুমানোর আগে একবার চোখ বুলাবেন। ব্যস হয়ে গেল, এভাবে মাসে তিনশ হবে, বছরে ৩৬০০। হায় হায় সবইত পারেন তখন।
৫) সেইসাথে শব্দের সাথে মিলিয়ে কোন ছবি আঁকুন।অথবা জীবনের কোন কাহিনীর সাথে মিলিয়ে sentence তৈরি করুন মনে থাকবে বেশি।
৬) প্রতিদিন ইংরেজি পত্রিকা ৩০ মিনিট অন্তত পড়ার অভ্যাস থাকলে আরো ভাল হবে।
৭। ইংরেজি সংবাদ শুনার অভ্যাস করতে পারেন।
৮। ফেসবুকের পোস্ট গুলো ইংরেজিতে করবেন।
৯। আপনার আশেপাশের জিনিসপত্রের নামগুলো ইংরেজিতে ভাবুন। না পারলে ডিকশনারিতে খুজে নিন।
১০। যেটা বলতে ভুলে গেছি অবশ্যই একটা বাংলা টু ইংরেজি ও ইংরেজি টু বাংলা অভিধান কিনে নেবেন। সেইসাথে Smart Word বইটি রাখতে পারেন।
মনে রাখবেন চাকরি মানে শুধু vocabulary নয়। আমি নিজেই দেখেছি- যে English এ am is are বলতে ভুল করে অথচ সে ভাল সরকারি জব পেয়েছে। তাই full allrounder না হতে পারলেও Quarter allrounder হলেও দলে টিকে থাকবেন। আর আপনি তো তাদের চেয়ে ভাল, তাই না? তাই এটা নিয়ে সারাদিন পড়ে থাকবেন না সর্বোচ্চ ১ ঘন্টা সারাদিনে। করেই দেখুন ফল পেলে, ফল তো আর আমাকে দিবেন না নিজেই খাবেন। হাহা!
লিখনে –
মো. আব্দুর রাজ্জাক
৩৫ বিসিএস শিক্ষা ক্যাডার
BCS preparation 2022

BCS Preparation 2022

You can check more government jobs and non government jobs circular in Bangladesh at our Update Job website. Please visit our website Update Job regularly . updatejob.net is the best website to find Recent Government jobs CircularPrivate Jobs CircularBank Jobs Circular and Company Jobs Circular in Bangladesh.

About UpdateJob

Check Also

BCS Preparation | স্বপ্ন যখন বিসিএস | Dream Job BCS 2022 Join Now

স্বপ্নবিষ্ট তরুণ-তরুণীর আরাধ্য স্বপ্ন বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) এর ক্যাডার হওয়া। এর জন্য প্রতিটি চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *